১ জানুয়ারী, ১৯৭২ তদকালীন নোয়াখালী জেলার ফেনী মহুকুমার পরশুরাম থানার ফুলগাজী ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামে ফুলগাজী ইউনিয়ন চেয়ারম্যান জনাব আজিজুল হক মজুমদার এবং ফুলগাজী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আবদুস ছাত্তার মাস্টারের উদ্যোগে ফুলগাজী কলেজ প্রতিষ্ঠিত হয় । কলেজটির জন্য জমি দান করেন বাশুড়া গ্রামের হিন্দু জমিদার বাবু পরেশ রায় চৌধুরী । ফেনী জেলা সদর থেকে কলেজটির দূরুত্ব প্রায় ১৪ কি.মি. । কলেজ ক্যাম্পাসের আয়তন ৮ একর ৪২ শতাংশ । ক্যাম্পাসের বাইরে উত্তর বরইয়া গ্রামে কলেজটির ৬১ শতক নাল জমি আছে । ৩১ অক্টোবর, ১৯৮৮ কলেজটি জাতীয়করণ করা হয় । বর্তমানে কলেজটি ফুলগাজী সরকারি কলেজ নামে পরিচিত । কলেজটিতে উচ্চ মাধ্যমিক-মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান এবং স্নাতক (পাস) বিবিএস কোর্স চালু আছে । অধ্যয়নরত শিক্ষার্থী ৭৫০ জন । শিক্ষকের সৃষ্ট পদ ২৫ ও কর্মচারীর সৃষ্ট পদ ১৪ । কলেজটির ভবন ০৫ টি । কলেজটির শহীদ মিনার, মসজিদ ও একটি দোল মন্দির আছে । কলেজের ভিতরে একটি বড় দিঘী আছে । কলেজ ক্যাম্পাসে ছোট বড় অনেকগুলো ফলজ ও বনজ গাছ আছে ।