ড. মো: লোকমান ভূঞাঁ
                                
                                
                                    অধ্যক্ষ
                            
                                
                                    উন্নত শিক্ষাপদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য ফুলগাজী সরকারি কলেজ এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা-দীক্ষা, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি সকল ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অর্জন করেছে গৌরবোজ্জ্বল সাফল্য। শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাপ্তাহিক ও বাৎসরিক কার্যক্রমের ভিত্তিতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বীয় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়াঙ্গনে ও রয়েছে ঈর্ষণীয় সাফল্য।
এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরও ভালো ফলাফল অর্জন করতে আমরা অঙ্গিকার আবদ্ধ। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত প্রত্যাশা।